সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। ১৯৭০ সালের ১৫ আগস্ট ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও সেনানিবাস পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে পরিদপ্তরটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে উন্নিত হয়। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর আওতাধীন তিনটি সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের দপ্তর-(১) কেন্দ্রীয় সার্কেল, ঢাকা (২) ইস্টার্ন সার্কেল, চট্ট্রগ্রাম (৩) নদার্ণ সার্কেল, বগুড়া রয়েছে।
এছাড়া ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ড-(১) ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড (২) কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড (৩) সাভার ক্যান্টনমেন্ট বোর্ড (৪) চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড (৫) যশোর ক্যান্টনমেন্ট বোর্ড (৬) বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড (৭) গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড (৮) রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড (৯) সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড (১০) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড (১১) কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড (১২) জাহানাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড (নাটোর) (১৩) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড (সিলেট) (১৪) মোমেনশাহী ক্যান্টনমেন্ট বোর্ড (১৫) শহীদ সালাহউদ্দিন ক্যান্টনমেন্ট বোর্ড (টাঙ্গাইল) রয়েছে। এর আওতাধীন ০৪টি কলেজ ও ৩৪টি স্কুল রয়েছে।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের কার্যাবলি প্রধানত নিম্নরূপ-
১। সশস্ত্র বাহিনী সমূহের জন্য সকল ধরনের প্রতিরক্ষা বিভাগীয় ভূমির অধিগ্রহণ, রক্ষণাবেক্ষণ, দাবি পরিত্যাগকরণ সংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ;
২। সকল সামরিক ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয়াদীর প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ;
৩। সামরিক আবাসিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং তদুদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ বা অন্যান্য আইনানুগ উপায়ে ভূমি অধিগ্রহণ;
৪। সামরিক আবাসিক প্রকল্পের ভূমি ও ফ্ল্যাটের হস্তান্তর অনুমোদন ছাড়পত্র প্রদান ও নামজারিকরণ;
৫। দি ক্যান্টনমেন্টস ল্যান্ডস এ্যাডমিনিস্ট্রেশন রুলস, ১৯৩৭ অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকার জমির শ্রেণী বিন্যাস, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম;
৬। দি ক্যান্টনমেন্টস একাউন্টস কোড, ১৯৫৫ ও দি ক্যান্টনমেন্টস বাজেট রুলস, ১৯৬৬ এবং দি ক্যান্টনমেন্টস সার্ভেন্টস রুলস, ১৯৫৪ অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ডেসমূহের কর্মচারী নিয়োগ কার্যক্রম ও আর্থিক বিষয়াদী তত্ত্বাবধান;
৭। দি বাংলাদেশ ক্যান্টনমেন্ট এ্যাবান্ডেন্ড প্রপার্টি(ল্যান্ড এন্ড বিল্ডিং) রুলস, ১৯৭৩ অনুযায়ী সেনানিবাস এলাকার পরিত্যাক্ত সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব পালন;
৮। অধিদপ্তরের সকল গ্রেডের কর্মচারীগণের প্রশাসনিক নিয়ন্ত্রণ;
৯। বিধি দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলি এবং সময় সময় সরকার কর্তৃক নির্বাহী আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী;
১০। ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধান।